প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মিরাশ উদ্দিন, পুলিশ পরিদর্শ মোঃ খায়রুল ইসলাম, এসআই আব্দুল হাই, এসআই মনীর সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ৫ মে ভোর রাতে রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই এর আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
পিবিআই তদন্ত কর্মকর্তা জানান, গেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। সেইসাথে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে হত্যার রহস্য উদঘাটন করতে আমরা সাধ্যমত চেষ্টা করছি। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে ও পিবিআই এর সুনাম অক্ষুন্ন রাখতে আমরা সবসময় তৎপর।
মামলা বিবরনে জানা যায়, সদর উপজেলার রাবনা বাইপাস শূন্যটেক সংলগ্ন মন্টু টেক্সটাইল মিলসের মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ মাজেদুর রহমান চাকরী করত।
২০১৮ সালের ২৭ এপ্রিল রাতে ওই এলাকার সাবিনা নামে এক ট্রেক্সটাইল কর্মীর বাড়ীতে যায় মাজেদুর। সে সময় পূর্ব পরিকল্পিত ভাবে ওই এলাকার চাঁন মিয়া, মোমিনুল, সাজ্জাদ, সামাদ’সহ কয়েক জন মিলে তাকে পিটিয়ে মারাত্মক ভাবে রক্তার্ত ও আহত করে।
গুরুতর অবস্থায় প্রতিবেশীরা পুলিশের সহযোগীতায় মাজেদুরকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভোর বেলা তার মৃত্যু হয়।
মৃত্যু সংবাদ পেয়ে নিহত মাজেদুরের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের ২৮ এপ্রিল টাঙ্গাইল সদর মডেল থানায় ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করে।
মামলা নং ৪৯/১৮, তারিখ ২৮/০৪/১৮ ইং। বাদীপক্ষ জানায় আসামীরা বিভিন্নভাবে তাদের এই মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিয়ে যাচ্ছে।
ৃ