সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
টাঙ্গাইলে ৭ দিনের ৭৩২ নমুনার রিপোর্ট আসেনি

টাঙ্গাইলে ৭ দিনের ৭৩২ নমুনার রিপোর্ট আসেনি

প্রতিদিন প্রতিবেদক : ঢাকায় পাঠানো করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট টাঙ্গাইলে নিয়মিত আসছে না। এ পর্যন্ত ৭ দিনের মোট ৭৩২ টি নমুনা পরীক্ষার রির্পোট পেন্ডিং রয়েছে।

সর্বশেষ ৯ জুনের রিপোর্ট এসেছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

এদিকে প্রেরিত নমুনা পরীক্ষার রির্পোট প্রতিদিন পাওয়ার দাবি করেছেন নমুনা প্রদানকারীরা। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতংক। কারণ নমুনা প্রদানকারী অনেকেই রিপোর্ট পাওয়া না পর্যন্ত স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। যে কারণে বাড়ছে করোনা সংক্রামন ও আতংক।

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালুর ঘোষনা দেওয়া হলেও এখনও সেটা চালু হয়নি।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ল্যাব চালু হতে আরো কয়েক দিন সময় লাগবে। ফলে জেলাবাসী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে আছেন ভোগান্তিতে।

সিভিল সার্জন ডা: ওয়াহেদুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ১৩৪ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার নমুনা পরীক্ষার কোন রির্পোট আসেনি। জেলায় সর্বমোট ৭৩২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। ঢাকায় অতিরিক্ত চাপের কারণে নমুনার রিপোর্ট নিয়মিত আসছে না বলে সিভিল সার্জন বলেছেন।

তিনি আরো জানান, জেলায় সর্বমোট ৩২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১৮ জন সুস্থ্য হয়েছেন। মোট ৬ জন মারা গেছেন। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নিজবাড়ীতে চিকিৎসাধীন আছেন ২০৫ জন।

এদিকে টাঙ্গাইলের ঝুঁকিপূর্ন মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড রেড জোন ও ১০ দিনের লক ডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে লক ডাউন কার্যকর করতে প্রশাসন তৎপর। জেলার ৮ টি উপজেলাকে ইয়োলো এবং ৮ টি উপজেলাকে গ্রেন অঞ্চলে ভাগ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840