সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ টাঙ্গইল জেলা শাখার অপসারণের দাবি জানানো হয়েছে। মির্জাপুরের আহবায়ক কমিটির (বিলোপ্তকৃত) নেতৃবৃন্দ সোমবার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অপসারণের দাবি জানান। জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিবেধ সৃষ্টিরও অভিযোগ করা হয়।

মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কমিটির আহবায়ক মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক।

এ সময় কমিটির সদস্য সচিব বিপ্লব কুমার সাহা, স্বপন কুমার মন্ডল ও প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল বক্তৃতা করেন। এছাড়া সদস্য জতিন্দ্র নাথ বিশ্বাস, পিযুষ কান্তি নন্দ ও লতিফপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র রাজবংশী প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন তাদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ২২ আগষ্ট সরকার হিতেশ চন্দ্র পুলককে আহবায়ক ও বিপ্লব কুমার সাহাকে সদস্য সচিব করে ২৫ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেন। অনুমোদনের পর ইউনিয়ন কমিটির সম্মেলনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে থাকে আহবায়ক কমিটির। কিন্তু এক মাস পার হওয়ার পূর্বেই রহস্যজনক কারণে টাঙ্গাইল জেলা কমিটি ওই কমিটি বিলুপ্ত করেন গত ১৭ সেপ্টেম্বর সুরঞ্জন শেঠ তাপসকে আহবায়ক ও সুশীল সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আরেকটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। এটা মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের তিন লাখ মানুষের মধ্যে দ্বিধাবিভক্ত এবং বিবেধ সৃষ্টির শামিল বলে বক্তব্যে উল্লেখ করেন। জেলা কমিটির এহেন অনৈতিক ও পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে জেলা কমিটির অপসারন দাবি করেন।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ টাঙ্গইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার মহেড়া, বহুরিয়া ও লতিফপুর ইউনিয়ন কমিটির মেয়াদ থাকার পরও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছেন। এ কাজটি গঠনতন্ত্র বিরোধী। এতে নিজেদের মধ্যে বিবেধ তৈরি করেছে। এজন্য ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনেুমোদন দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme