প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ আদালতের (সদর) বিচারক শারমীন নীলা গত ৫ অক্টোবর বৃস্পতিবার নির্বাচনের উপর অস্থায়ী এ নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত চেয়ে আদালতে জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন অর রশীদ। আগামী ৭ অক্টোবর জেলা রাজ ও রড শ্রমিক ইউনিযনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন অর রশীদ জানান, ২০১৫ সালে জেলা নির্মান প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর তৎকালীন রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন একই আদালতে। সে সময় তারা অভিযোগ করেন জেলা নির্মান প্রকৌশল ইউনিয়নের ভোটার তালিকায় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ৭/৮ জন শ্রমিকের নাম অন্তভুক্ত রয়েছে। রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ চাইলে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।
একই কারন দেখিয়ে গত ২৫ সেপ্টেম্বর একই আদালতে অভিযোগ আনেন নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন। তাদের অভিযোগ, রাজ ও রড শ্রমিক ইউনিয়নের নির্বাচনে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে তাদের প্রায় ৫৫ জনের নাম রয়েছে। এ অভিযোগে আদালতে আবেদন করলে উভয় পক্ষের শুনানী শেষে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
এ ব্যাপারে, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের জানান, আমাদের নির্বাচনী ভোটার তালিকায় জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের অন্তভূক্ত ৫৫ জন সদস্যের নাম রয়েছে উল্ল্যেখ করে আদালতে স্থগিত আদেশ চাওয়ার পর আদালত নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।