সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইল প্রেসক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দোয়েল চ্যাম্পিয়ন

  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮১২ বার দেখা হয়েছে।

স্পোর্টস রিপোর্টার ॥ টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলায় টস জয়ী ময়না ক্রিকেট প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়। দলের পক্ষে মাসুদ আব্দুল্লাহ সর্বোচ্চ ৩৪ রান করে। এছাড়া আবু সাঈদ ১৫, কাজী জাকেরুল মাওলা ১৩ রান করে। জবাবে দোয়েল ক্রিকেট দল ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে এম কবির সর্বোচ্চ ৩৩ রান করে। এছাড়া মহিউদ্দিন সুমন ২০ , ইফতেখারুল অনুপম ১৯, মালেক আদনান ১৮ ও মোজাম্মেল হক ৭ রান করে। খেলায় ইফতেখারুল অনুপম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী ও নব নির্বাচিত টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আয়োজিত তিন দলের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী দোয়েল দলের মালেক আদনান ও উইকেট সংগ্রহকারী একই দলের এম কবির।

ফাইনালে দু’দলে যে সব সাংবাদিক খেলায় অংশগ্রহন করেন তারা হলোঃ দোয়েল ক্রিকেট দল ঃ জাফর আহমেদ(সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাব), ইফতেখারুল অনুপম, মালেক আদনান, খন্দকার মাসুদুল আলম, তুহিন খান, সাহাবুদ্দিন মানিক, মহিউদ্দিন মানিক, মোস্তাক হোসেন, মামুনুর রহমান মিয়া, মোজাম্মেল হক, এম কবির ও রবিন তালুকদার।

ময়না ক্রিকেট দলঃ কাজী জাকেরুল মাওলা(সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেসক্লাব), অরন্য ইমতিয়াজ, শামীম আল মামুন, মির্জা শাকিল, মাসুম ফেরদেীস, সাইফুর রহমান ফারুক, কাদির তালুকদার, আবু সাঈদ, মাসুদ রেজা, মাসুদ রানা, মাসুদ আব্দুল্লাহ ও আবু কাউসার আহমেদ।

খেলায় আম্পায়ার ছিলেন মির্জা মাসুদুল হোসেন খোকন ও ইমতিয়াজ আহমেদ এবং স্কোরার পারভেজ হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme