প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে রেজাউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারকারী টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: মেহেদী হাসান জানান, কন্টোল রুম থেকে মহাসড়কের পাশে এক ব্যক্তি পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রেজাউল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
রাস্তার পাশদিয়ে হেটে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।