প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে জুঁই আক্তার নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৭ অক্টোবর বিকেলে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় নিখোঁজের মা জহুরা খাতুন সাধারন ডায়েরি করেছেন। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো মেয়েটি উদ্ধার হয়নি।
জানা গেছে, টাঙ্গাইল পৌর এলাকা বিশ্বাস বেতকার বাসিন্দা মুকুল হোসেনের মেয়ে জুঁই আক্তার ১৭ অক্টোবর বেলা তিনটার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। পরে প্রতিবেশি ও আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করা হলে কোন হদিস পাওয়া যায়নি। এক পর্যায়ে পরের দিন টাঙ্গাইল মডেল থানায় মেয়েটি মা জহুরা খাতুন একটি সাধারন ডায়েরি করেন। মেয়েকে ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। কেউ মেয়েটিকে পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে মোবাইল ফোনে যোগাযোগে করার অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর –০১৭৮০৪৬৩৫৫৩