সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইল সদরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তিন

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ১২১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলায় প্রাণ গেল সোনা উল্লা (৬০) নামের এক কৃষক সহ সাদেক হোসেন (১৬) এবং পারভেজ (১৮) নামের দুই চাচাতো ভাইয়ের।

সাদেক কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে ও পারভেজ একই গ্রামের হালেম মিয়ার ছেলে।

রোববার (২৬ মে) দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে এবং সন্ধ্যায় কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয় তার ছেলে সোহরাব আলী মোল্লা (৩৮)। নিহত সোনা উল্লা হুগড়া গ্রামের বাসিন্দা।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, সোনা উল্লার বাড়ীতে দীর্ঘ দিন যাবৎ পল্লী বিদ্যুতের লিকেজকৃত তার ছিল। ভূলবশত সোনা উল্লা সেই তারে হাত দিতেই জড়িয়ে পড়ে।

পরে বাবাকে বাঁচাতে ছেলে সোহরাব আলী মোল্লা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা উল্লাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত ছেলে সোহরাব আলী মোল্লা কে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া গ্রামবাসী জানান, কয়েক দিন পূবের্ প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়। এ সময় পল্লী বিদ্যুতের তার খুটি থেকে ছিড়ে সাদেকদের বাড়ীর পাশে পুকুরের পানিতে পরে ছিল।

ঘটনার দিন রোববার বিকেলে সাদেক মাছ ধরার জন্য তাদের বাড়ীর পাশের পুকুরে নামে এসময় বিদ্যুতের তারে জড়িয়ে চিৎকার শুরু করে। তাকের বাঁচাতে চাচাতো ভাই পারভেজ পুকুরে নামতেই সেও বিদ্যুতের তারে জড়িয়ে চিৎকার করতে থাকে।

পরে বাড়ী ও াাশপাশের লোকজন এগিয়ে এসে পুকুর থেকে বিদ্যুতের তার সরিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকা সহ পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুৎ অফিসের অবহেলার জন্যই এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme