সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে।
ইসরাত জাহান,মাভাবিপ্রবি :ডিএনএ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ক্লাবের আয়োজনে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১২ মে, রবিবার, বেলা- ১২টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) করিডোরে ‘ডিএনএ ডে ২০২৪’ শিরোনামের এই দেয়ালিকাটি প্রদর্শনের আয়োজন করা হয়। দেয়ালিকায় বায়োটেকনোলজি ও বায়োটেকনোলজি সম্পর্কিত নানা দিক তুলে ধরা হয়। বিজিই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীদের হাতে লেখা ও প্রিন্ট করা প্রায় ৩০ টি আর্টিকেল দেওয়ালিকাটিতে স্থান পায়।
উক্ত প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, সহযোগী অধ্যাপক ড. আয়শা ফেরদৌসী, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, সহযোগী অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক রোকসানা খানমসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
প্রদর্শনী উদ্ভোদনী প্রদর্শনের সময় ড. এ. কে. এম. মহিউদ্দিন বলেন, ২০০৬ সালের পর থেকে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিজের অনেকটা প্রসার ঘটেছে। যা শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদেরকে এসব কাজে উৎসাহ দানের জন্য তিনি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকারেকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে এগুলোকে ছোটখাটো কাজ মনে হলেও আমার দৃষ্টিতে এগুলো ছোটখাটো কাজ  নয়। এসব কাজের মাধ্যমে আমরা আপডেট তথ্যগুলোর জানতে পারি।’তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তারা যেন পড়াশোনার পাশাপাশি বায়োটেকনোলজি সম্পর্কিত সেমিনার ও কর্মশালাগুলোর খোঁজ খবর রাখে এবং সেগুলোতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গতবছর  সিস্ট্রন-১৬ ব্যাচের দেওয়ালিকা প্রদর্শনীর মাধ্যমে বিজিই বিভাগে দেওয়ালিকা প্রদর্শনী ও বায়োটেকনোলজি ক্লাবের যাত্রা শুরু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme