সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

তারেক রহমানের কারামুক্তি দিবসে টাঙ্গাইল ছাত্রদলের আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়।

শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু।

পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল।

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা রাইসুল ইসলাম রুবেল, সিয়াম সিদ্দিকী, আবদুল আউয়াল, রাশেদুল, রিফাত হোসেন , মাহিদ, সোলেমান, আরাফাত সিয়াম, নজরুল ইসলাম, আতিক, সাকিব, রাকিব, কাব্য, রিফাত সহ অনেকেই।

বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান হলেন বাংলাদেশ মানুষের গনতন্ত্র রক্ষার এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বরপুত্র।

বাংলাদেশ মানুষ কে তৃণমূল থেকে সুসংগঠিত করে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ কে সুসংহত করার জন্যই তিনি দেশী- বিদেশী চক্রান্তের শিকার হয়ে অমানবিকভাবে নির্যাতিত হন এবং কারাবরণ করেন।

বক্তারা আরও বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকল আন্দোলন সংগ্রামের টাংগাইল জেলা ছাত্রদল প্রয়োজন হলে বুকের তাজা রক্ত বিলিয়ে দিবেন।

ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে বলে ছাত্রদল নেতেরা বলেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল, সা’দত কলেজ ছাত্রদল, এম এম আলী কলেজ ছাত্রদল, শহর ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme