সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে । কিন্তু দেশ যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে না পারে সেজন্য একটি চক্র নানা ধরণের ষড়যন্ত্র করছে। কিন্তু কোন ষড়যন্ত্র গণতন্ত্রের পথে বাধা হতে পারবে না। দেশের মানুষ তা হতে দেবে না। বুধবার (২ জুলাই) বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহুরিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রীর সঞ্চালনায় অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শওকত আকবর, জুলহাস মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহাআলম, যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া ও আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা প্রমুখ বক্তৃতা করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। সভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হোক এটাই চায় বিএনপি। “বিএবপি চাই, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক। কেবল আমরাই নির্বাচন করবো, আর অন্য কেউ অংশ নেবে না-এমন নির্বাচন আমরা চাই না।”

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “বিএনপি চেয়েছিলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সবসময় নিজেদের মধ্যে ভোট দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলো। বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণ তাদের পবিত্র ভোট প্রদানের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে বিএনপি বিশ্বাস করে।”

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme