সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

দেশ সেরা মির্জাপুরের বাইমহাটি প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৫৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।সুবিধাজনক সময়ে সংশ্লিষ্টদের পদক দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

এদিকে মির্জাপুর উপজেলা সদরে অবস্থিত বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল।

টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।এছাড়া প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার জেলা প্রশাসক) মো.শহীদুল ইসলাম।এর আগেও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল বলে জানা গেছে।

বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও পারদর্শী করে গড়ে তোলা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম জানান, শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দেশ সেরা বিদ্যালয়ের গৌরব অর্জন করা সম্ভব হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্যার দেশ সেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ার খবরে মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্ববোধ করছে।ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে নিয়ে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।  

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme