সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

ধনবাড়ীতে ঈদ উপহার পেল ৪২২ শিক্ষার্থী

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান : ঈদের দিনটি পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে ঈদ উপহার পেয়ে খুশিতে আতœহারা হয়ে পড়ে দরিদ্র শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১ দিকে ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২২ জন শিক্ষার্থীকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে এ উপহার দেয়া হয়। যার মধ্যে ছিলো; আতব চাউল, তেল, সেমাই, দুধ, চিনি, সাবান ও শ্যাম্পু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লীনা বকল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদারসহ অনেকে। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী রোকসানা আক্তার বলেন, ‘‘বাবা ভ্যান চালক। পা ভেঙে অসুস্থ্য হয়ে বাড়ি রয়েছে দীর্ঘদিন। কোন কাজ করতে পারে না। আমার মত হত দরিদ্র পরিবারের খুবই উপকার হলো। আঁখি নামের অপর জন বলেন, উপহার পেয়ে আমি খুবই খুশি। ঈদের দিন আমাদের ভালোভাবে কাটবে।’’
বিদ্যালয়ের অপর শিক্ষার্থী সোহানা, সাথী আক্তর ও কেয়া সহ আরো অনেকে বলেন, এর আগে কোন দিন আমরা বিদ্যালয়ের সভাপতি’র পক্ষ থেক কোন প্রকার সহযোগীতা পাইনি। আজ তা পেয়েছি। এতে আমরা অনেক খুশি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল বলেন, ‘‘বিদ্যালয়টি গ্রাম ভিত্তিক হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা দরিদ্র। ঈদে ওদের উপহার হিসাবে ব্যক্তিগত তহবিল থেকে এসব দেয়া হয়। ভালোভাবে দিনটি যেন কাটে।’’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme