প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে ২ সন্তানের জনক স্বপন কর্মকার ওরফে বুরো (৫০)-এর গলায় ফাঁস লাগানো লাশ নিজ দোকান ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ ।
সে উপজেলার সদরের বাবনাপাড়া (কর্মকার পাড়া) গ্রামের স্বর্গীয় দিনেস কর্মকারের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজ বাড়ির সংলগ্ন দোকান ঘরের ভিতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
এদিকে ঘটনা নিছক আত্নহত্যা না হত্যা এ নিয়ে এলাকায় চলছে নানা প্রতিক্রিয়া । নিহতর ছেলে বিশ্বজিৎ কর্মকার বাদী হয়ে নাগরপুর থানায় একটি অপমৃতু মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান। তিনি জানান, সোমবার সকাল ১০টায় পরিবারের লোকজন স্বপন কর্মকার কে না পেয়ে দোকান ঘরে খোঁজতে যায়।
দোকান ঘরের দরোজার ভিতর থেকে বন্ধ থাকায় উঁকি দিয়ে তাকে পরে থাকতে দেখে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, আমি ও আমার উর্ধতন কর্মকর্তা সহকারি পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল দীপংকর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করি।
নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে লাশ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।