সংবাদ শিরোনাম:

নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সিএনজি পুড়ে ছাই

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে একটি সিএনজি চালিত অটো পুড়ে ছাই। ২১ আগস্ট রোববার সকাল ৮ দিকে উপজেলার ধুবড়িয়া তেরাস্তা বাজারে সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়।

এতে সিএনজি টি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে যায়, সিএনজি মালিক মনির সকালের দিকে সিএনজি চালু করতে গেলে গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো সিএনজিটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সিএনজিটিকে শেষ রক্ষা করা যায়নি। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা আগুনের খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনা স্থলে পৌছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা কিছু আগুনের ফুলকি ছিল সেগুলো সম্পূন রূপে নিভিয়ে ফেলি। সেই সাথে আগুনে পোড়া সিএনজিটি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme