সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর হলেন, ঢাকা জেলার ধামরাই থানার বাউখন্ড গ্রামের লাল মিয়ার ছেলে আঃ মান্নান (২৩)।

শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাকুটিয়া গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় চুরি যাওয়া ইজিবাইক সহ চোর চক্রের এ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রবিবার (৪ জুলাই) সকালে আসামী আঃ মান্নানের রিরুদ্ধে চুরি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই শুক্রবার রাতে উপজেলার পাকুটিয়ার ইজিবাইক মালিক গোলাম কিবরিয়া খানের বাড়ী হতে তার ইজিবাইকটি চুরি হয়। শনিবার সকালে গোলাম কিবরিয়ার ছেলে সোহাগ চুরি যাওয়া ইজিবাইকটি সব যায়গায় খুজতে থাকেন। খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী সাটুরিয়ার দিকে গেলে রাস্তায় সে চোর মান্নানকে তাদের ইজিবাইক নিয়ে পালাতে দেখে। এসময় সে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে স্থানীয় পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমানকে খবর দেন। পরে চেয়ারম্যান এসে নাগরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ চোরসহ ইজিবাইক উদ্ধার করে নাগরপুর থানায় নিয়ে আসে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী নাগরপুর থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানায় আনা হয়। পরে ইজিবাইকটি মালিকের কাছে হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme