প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করেন । কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর সার্বিক সহযোগীতায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিরউদ্দিন আরজু, এ্যাড. ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান হবি, ভারড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাবুল তালুকদার।
এ সময় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল ,শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও জাসাসদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর ১৯৭৫ সাল। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে সংঘটিত হল ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ। প্রচন্ড গোলাগুলি, চিৎকার আর হট্টগোলের মধ্য দিয়ে উন্মোচিত হল শতাব্দির এক ঐতিহাসিক মুহূত।
সিপাহীদের পদভারে প্রকম্পিত হলো ঢাকা ক্যান্টনমেন্ট। জেনারেল জিয়া জিন্দাবাদ। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একপাল সৈনিক জিয়ার বাসা থেকে জেনারেল জিয়াকে বন্দীশালা থেকে মুক্ত করে একটি জীপে করে উল্লাস ও নৃত্য করতে করতে বেরিয়ে আসছে।
রাস্তায় অভূতপূর্ব দৃশ্য। সিপাহীদের অস্ত্রহাতে লাফালাফি আর মুহু মুহু শ্লোগানে। জিয়াকে মুক্ত করে টু-ফিডে নিয়ে যাওয়া হয়। সেই থেকে বিএনপি এই দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।