সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

নাগরপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুর থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী লুকিমুদ্দিন লোকমান (৪৮) উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মৃত্যুদন্ড প্রাপ্ত লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং-০১ (০৮)১৩ ধারা ৩০২/৩৪ পেনাল কোড জি আর সাজা নং ৩৮/২০ প্রসেস নং ৩৮/২০ তারিখ ০৫/০৩/২০২০ ইং) অভিযুক্ত আসামী লোকমানকে আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এস আই ফজলুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল, এএসআই গোলাপ, এএসআই আনিস, এএসআই রাসেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতভর অভিযান চালিয়ে লোকমানকে শনিবার ভোরে গ্রেফতার করে।

মির্জাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় ২০১৩ সালে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করে। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে থানা পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার চাঞ্চল্যকর তথ্য। বাবাকে হত্যার করতে তিনজন খুনিকে তিন লক্ষ টাকা দিয়ে চুক্তি করে।

চুক্তি অনুযায়ী লোকমানসহ আরো ৩ জন এ হত্যাকান্ডে অংশ নেয়। ছেলে আসাদুজ্জামান ছাড়াও এ হত্যাকান্ডে জড়িত অপর আসামীরা হলো লোকমান, জহির উদ্দিন ঝরু, আব্দুল মান্নান ও আওয়াল। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার এস আই শ্যামল দত্ত বাদী হয়ে ৫ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামী লোকমান, আ.মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রযেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme