প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব মোকবুল হোসেনের আর্থিক সহায়তায় নাগরপুরে ৭৩ জন ঋনগ্রস্থ পরিবারকে নগদ ৫০ লক্ষ টাকা দিয়ে ঋনমুক্তি করলেন স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটু।
সোমবার বিকেলে উপজেলার গয়হাটা এমপি টিটুর নিজ বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭৩ জন ঋন গ্রস্থ পরিবারের মধ্যে ৪৩ জনকে নগদ টাকা ও ৩০ জনের মধ্যে গাভী বিতরন করেন। এ ছাড়া প্রতিমাসে ১০ জন বিধবাকে জনপ্রতি ২০ হাজার টাকা এবং ৯ জন বয়স্ক ব্যক্তিকে প্রতিমাসে মাথাপিছু ১৮ হাজার টাকা করে প্রদান করা হয়।
এভাবে ১বছর পর্যন্ত বয়স্ক ও বিধবা যথাক্রমে ২০ হাজার ও ১৮ হাজার টাকা করে পাবেন বলে আয়োজক সূএে জানা যায়।
আলহাজ মোকবুল হোসেনের সভপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মোনা হোসেন, মুজিবুল ইসলাম পান্না, আরিয়া ইসলাম টিটু, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, প্রমুখ।