সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
নাগরপুর ইউএনও’র আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

নাগরপুর ইউএনও’র আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা গ্রাম হবে শহর, দেশের হতদরিদ্র কোন মানুষ আশ্রয়হীন থাকবে না। অসহায় ভূূমিহীন মানুষ যাদের ঘর বাড়ী নেই তাদেরকে এই প্রকল্প আওতায় এনে একটি করে ঘর দেওয়া হবে।

আশ্রয়ন প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পর্ণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে উদ্ধোধন করবেন। এর আগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আশ্রয়ন প্রকল্পের পরিদর্শন করেন এবং কাজের খোঁজ খবর নেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারুটিয়াগাজী গ্রামে এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন টাঙ্গাইলের নাগরপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা প্রকৌশলী মো.মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, সমবায় কর্মকর্তা আবু জাফর সিদ্দিকী, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.লুৎফর রহমান,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিক ও ভাদ্রার চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাহিদুর রহমান জাহিদ উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান জানান, ইতোমধ্যেই আশ্রয়ন কেন্দ্রটিতে ৫০টি পরিবার পুনর্বাসিত হয়েছে, তাদের কবুলিয়ত সম্পাদনের কাজ চলমান।

আজকের পরিদর্শনে তাদের সুবিধা-অসুবিধা জানার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা ও সকল প্রকার সরকারি সহায়তার আশ্বাস দেয়া হয়।

সারুটিয়াগাজী আশ্রয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনের অপেক্ষামান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840