সংবাদ শিরোনাম:
লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে দশমিক ফাউন্ডেশন এর উদ্যোগে শীতল শরবত বিতরণ মাভাবিপ্রবিতে বিতর্কে জয়ী জয়ের বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’ টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত 
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন

সোহেল রানা: টাঙ্গাইলের – ৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে আওয়ামী লীগের তৃনমূল বিপুল সংখ্যক নেতা কর্মী এতে অংশ নেয়। নেতাকর্মী ও সাধারন মানুষের ভালবাসায় সিক্ত হন সাদা মনের মানুষ ও টাঙ্গাইল সদর আসনের প্রিয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এর আগে সংসদীয় এলাকার প্রতিটি ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকা থেকে সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেনকে রিসিভ করে। সেখানে নেতাকর্মীরা নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়। করাতি পাড়া থেকে শত শত মোটর সাইকেল ও ব্যাক্তিগত গাড়ির এক শোভাযাত্রা নিয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পৌছায় শোভাযাত্রাটি। এ সময় দলের নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো উদ্যান। এছাড়াও জেলা সদর রোড ও নিরালা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে নেতাকর্মীরা।

শহীদ স্মৃতি পৌর উদ্যানের মঞ্চে উঠে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ১৯৯১ সালে বাবার হাত ধরে রাজনীতিতে আসি। ১৯৯৬ সালে জননেতা আব্দুল মান্নান সাহেবের নির্বাচনে তার সহচর হয়ে কাজ করেছি। বিএনপি-জামাত সরকার গঠনের পরে দলের উপর অনেক নির্যাতন এসেছে। আমাকেও কারাগারে থাকতে হয়েছে। চারটি মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে থাকতে হয়েছে। আমি আপনাদের তৃনমূলের একজন কর্মী। আমি চেষ্ঠা করেছি আপনাদের ভারবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে। আওয়ামী লীগের আমলে যে কাজ হয়েছে তা বিগত ৪০ বছরেও এমন উন্নয়ন মূলক কাজ হয়নি। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীর সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিয়েছে। তবে বলেছে সতন্ত্র প্রার্থী থাকতে পারে। আমি বলেছি যদি আমার জনগন আমাকে সমর্থন না দেয় তবে আমি নির্বাচনে আসবো না। যদি আপনারা চান আমি মাঠে থাকি তবে আমার রাজনৈতিক অভিবাবক, সহকর্মী,বন্ধু, নেতাকর্মীদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে আমি আপনাদের জানাবো।
সংবর্ধনায় টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840