সংবাদ শিরোনাম:
নেপালে ভূমিকম্পে ১০০ কোটি টাকা খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি…মির্জাপুরে কৃষিমন্ত্রী

নেপালে ভূমিকম্পে ১০০ কোটি টাকা খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি…মির্জাপুরে কৃষিমন্ত্রী

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন সমৃব্ধ দেশে পরিণত হয়েছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা নেপালে ভূমিকম্পে ১০০ কোটি টাকা খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছি। শ্রীলঙ্কার কাছে বাকিতে চাল বিক্রি করেছি।

শনিবার (১৬ মার্চ) মির্জাপুরের ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি ১৭১ জন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। যুদ্ধচলাকালীন সময়ে প্রত্যন্ত এই এলাকার মানুষ ওই সময় আমাদের খাদ্য দিয়ে, থাকার জায়গা দিয়ে সার্বিক সহযোগিতা করেছে।

আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। তোমরা সততা দিয়ে, দেশকে ভালবেসে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলো।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার টাঙ্গাইলের সঞ্জিত কুমার রায়ের পক্ষে অতিঃ পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক মুস্তাকিম কলেজ পরিদর্শক,

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ড. মো. হারুন অর রশিদ, ময়মনসিংহ মেডিকেলের সহকারি অধ্যাপক ডাঃ গোপাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ বাহাদুর,

আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, এফডিসির সভাপতি চলচিত্র খল অভিনেতা মিশা সওদাগর সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840