সংবাদ শিরোনাম:

পরকীয়া প্রেমে দেলদুয়ারে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: পরকীয়া প্রেমের টানে দেলদুয়ারে নগদ আট লাখ টাকা ও স্বর্ণাংকার নিয়ে যুবক প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের কুইচ তারা গ্রামে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।

যানা যায়, কুইচ তারা গ্রামের মৃত রউফ মিয়ার ছেলে প্রবাসী আকুল মিয়ার স্ত্রী মাজেদা বেগম (২৫) আত্মীয় সুবাদে ফাজিলহাটী ইউনিয়নের কামার নওগাঁ সরদারপাড়ার জিয়ারত সিকদারের ছেলে রানা সিকদারের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।

এ সংবাদ পেয়ে স্বামী আকুল মিয়া কর্মস্থল দুবাই থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি নির্মানের জন্য আট লক্ষ টাকা রাখে। ঘটনার দিন সন্ধ্যায় নগদ টাকাসহ দামী মোবাইল সেট ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে প্রেমিক যুবক রানার হাত ধরে পালিয়ে যায়। এদিকে দুই শিশু কন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা আকুল। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন-২ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme