সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
পূর্ব শত্রুতার জেরে নাগরপুরে আ’লীগ নেতাসহ ৫জনকে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে নাগরপুরে আ’লীগ নেতাসহ ৫জনকে কুপিয়ে জখম

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: পূর্ব শত্রুতার জের ধরে নাগরপুরে আওয়ামী লীগ নেতাসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। হামলার পর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মহরা দিলে জনমনে আতংক দেখা দেয়।

এসময় ভীতসন্ত্রত্র জনতা দ্বিগবিদ্বিক ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় তেবাড়িয়া বাজারের সকল দোকানপাট।

ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে ফের বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু (৪৮), আওয়ামী লীগ নেতা রতন ভূইয়া (৪৮), সুমন খান (৩০), মাহমুদুল হক (৩২) ও সোলায়মান হোসেন বিপ্লব (৪২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুসহ ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেবাড়িয়ার গ্রামের মৃত. আমিনুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুর সাথে আধিপত্যকে কেন্দ্র করে একই গ্রামের সলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম মন্টুর দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে।

বুধবার দুপুর সাড়ে বারটার দিকে আওয়ামী লীগ নেতা শাহীদুল ইসলাম অপু কর্মীদের নিয়ে তেবাড়িয়া স্কুল মাঠে স্থানীয় যুবলীগের সম্মেলনে যাচ্ছিলেন।

অপু স্কুল গেটের সামনে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা মন্টু গ্রুপের সশস্ত্র সন্ত্রসীরা তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা এসময় অপুসহ ৫জনকে এলোপাথারি কুপিয়ে জখম করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এছাড়া হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840