প্রতিদিন প্রতিবেদক :
টাঙ্গাইল শহরের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে। এ বছর ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে নতুন বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক জামাত আলী, মো. খায়রুল কবির, শফিক ইসলাম, মনিষা শেন, ইউসুফ খান, বাবর আলী, হোসনেআরা ফেরদৌস ও শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।