সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

বনবিভাগের অফিসে বাঘ, ভিডিও করলেন বনরক্ষী

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাগেরহাট: সুন্দরবনের অভ্যন্তরে বনবিভাগের অফিসের সামনে আবার বাঘের দেখা মিলেছে।

বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামে এক বনরক্ষী।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায় বাঘটি।

ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, সোমবার (০৭ আগস্ট) রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে বাঘটি দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি। এছাড়া বনে বাঘ বেড়েছে।

মঙ্গলবার বাঘ দেখা গেলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর বিষয়টি জানা যায়।
এর আগে এ বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশে ঘুরে বেড়াতে দেখেছিলেন বনরক্ষীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme