প্রতিদিন প্রতিবেদক বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে আনসার ও ভিডিপি’র কার্যালয়ের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাকিমুর রহমান, সহকারী কোম্পানি কমান্ডার গোলাম হোসেন প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন।