সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
বাসাইলে খামারে আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার নিঃস্ব

বাসাইলে খামারে আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার নিঃস্ব

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে আগুনে পুড়ে হলস্টিন ফ্রিজিয়ান জাতের দুইটি গরুর মৃত্যু হয়েছে। এসময় একই জাতের আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিগাতলিপাড়া এলাকায় ভজন মন্ডলের খামারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে ভজন মন্ডলের গরুর খামারে হঠাৎ করে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরমধ্যেই একটি গাভি ও একটি বাছুরের মৃত্যু হয়। এসময় অপর একটি গাভি ও একটি বাছুরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

গরুর মালিক ভজন মন্ডল বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই খামারে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে, তা জানি না। আগুনে একটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারা গেছে। আরও একটি ফ্রিজিয়ান জাতের আড়াই লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারাত্মকভাবে আহত হয়েছে। দুইটি গরুই মাত্র তিন মাস আগে বাচ্চা দিয়েছে। এই দুইটি গাভি থেকে প্রায় ৬০ কেজি দুধ বিক্রি করা যেতো। আমি ঋণ করে গরুর খামার করেছি। এখন আমার কিছুই রইল না। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘ক্ষতিগ্রস্তের বাড়িতে পরিদর্শনে গিয়েছিলাম। ভজন মন্ডলের দুইটি গরুর মৃত্যু হয়েছে। আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840