সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিদ্যালয়ের মাঠ এখন সবজি ক্ষেত

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৮৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রাণচঞ্চল আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই শিশুদের হইহুল্লোড়। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি।

আবার কোনো কোনো বিদ্যালয়ের মাঠ আগাছায় ভরে গেছে। দেখে চেনার উপায় নেই স্কুলের খেলার মাঠগুলো।

টাঙ্গাইল শহরের প্রি-ক্যাডেট স্কুলে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে ডাটা, কাচা মরিচ, ঢেড়সসহ বিভিন্ন ধরনের সবজি।

বিদ্যালয় মাঠে এসব রোপণ করা সবজি পরিচর্যা করছেন দানেজ নামে এক ব্যক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সবজি চাষ করেছে। তিনি এই বিদ্যালয়ে চাকরি করেন। এখন কাজ না থাকায় সবজি ক্ষেত পরিচর্যা করছেন।

সদর উপজেলার বাঘিল ইউনিয়নের হাবিব প্রি-ক্যাডেট স্কুলেও চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি। এছাড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ মাঠ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নজরুল সেনা প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আগাছা ও ঘাসে ঢেকে গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের সঙ্গে কথা বলতে তার মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme