সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরকে হাতুড়ি পেটা

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোর কে হাতুড়ি পেটায় আহত করেছে মেয়ের পরিবার । এঘটনায় ঐ কিশোরের মামা বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাযায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্র বাড়ী গ্রামের আপন মিয়ার ছেলে জিসান(১৭) কে পাশের গ্রামের আয়নাল হকের মেয়ে তানিয়া(এইচএসসি ১ম বর্ষের ছাত্রী) মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাদের বাড়ী ডেকে নিয়ে যায়। জোরপূর্বক কিশোর জিসান কে মেয়ের ঘরের রুমে তুলে লোহার রড় ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। জিসানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাটি দেখে আমাদের পরিবারের লোকজনের কাছে খবর দেয়। আহত জিসান কে তার স্বজনরা গুরুত্বর রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় আহত জিসান জানায়, মেয়েটি আমাদের পাশের এলাকার মেয়েটির সাথে আমাদের প্রায় ৩ বছর আগে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। কিন্তু গত (২৫ সেপ্টেম্বর ২০)ইং শুক্রবার দুপুরে আমাকে দেখবে বলে ডেকে নিয়ে তাদের রুমে তুলে লোহার রড ও হাতুড়ী দিয়ে ওর মা. ও ওর বড় বোন জামাই আলমগীর, ও ওর চাচাত বড় ভাই আলমগীর সকলে মিলে বিয়ে করতে বলে। বিয়ে করতে অস্বীকার করলে তারা আরো বেধড়ক মারপিট করে এবং কী আমার কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেয় । এসময় আমার ডাকচিৎকারে আশেপাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে তারা বাড়ী ছেড়ে পালিয়ে যায়।

আহত জিসানের খালা জানান, মেয়ের পরিবারের লোকজন ভালো না মেয়েটির বাবা মেয়ের মাকে বিয়ে করাার আগে আরো ৬ টি বিয়ে করেছিলো। এখন জিসান কে মেয়েটি ভালবাসতে চায় বলে জানতে পেরে আমি ও আমার পরিবারের সকলে জিসান কে মেয়েটির সাথে কথা বলতে নিষেধ করি । সেই থেকে জিসান ৬ মাস যাবত তানিয়ার সাথে আর কথা বলে না। কিন্তু মেয়েটির মা ধনসম্পত্তির লোভে তার মেয়েকে লেলিয়ে দিয়েছে জিসানের পিছনে । মেয়েটির পরিবার মামলাবাজ এলাকার অনেক লোক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। জিসান কে বেধড়ক মারপিট করেছে । জিসানের কাছে ২০ হাজার টাকা ছিলো সেই টাকা গুলোও নিয়ে নিয়েছে। আমরা এ ঘটনায় সঠিক বিচার চাই।

এঘটনায় মেয়ের বাড়ীতে কথা বলতে গেলে মেয়ের মাকে পাওয়া যায়। এসময় স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মজিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের ক্যামেরা বা মুখে কোন প্রকার মেয়ে বা মেয়ের মাকে কথা বলতে দেয় নি। এবং কী সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে।

এই ঘটনায় স্থানীয় কতিপয় ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়ে ও মেয়ের পরিবারের লোকজন ভালো না।

এব্যাপারে মেয়ের পাশের বাড়ীর লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানায়, ছেলেটিকে ডেকে এনে মেরেছে। মেয়ের পরিবারের লোকজন তেমন সুবিধার না। মাঝে মাঝেই এলাকার লোকজনের নামে মিথ্যা মামলা দেয়। এই ভয়ে কেউ কিছু বলে না। এই ঘনাটার সঠিক বিচার হওয়া দরকারূ।
এঘটনায় আহত জিসানের মামা নজরুল ইসলাম বাদী হয়ে ধনবাড়ী থনায় গত (২৫ সেপ্টেম্বর ২০)ইং শুক্রবার রাতে মেয়ের বোন জামাই আলমগীরসহ অরো কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme