সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভারতের কম্বাইন্ড স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হয়ে যাচ্ছেন টাঙ্গাইল জেলার ক্রিকেট কোচ আরাফাত রহমান

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হয়ে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত কম্বাইন্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যাচ্ছেন টাঙ্গাইল জেলা একাডেমীর কোচ আরাফাত রহমান।

আগামী ২৬ এপ্রিল দুপুর ২টায় বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আগামী ১ মে ভারতের মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। সফরে ২টি তিনদিনের ম্যাচ এবং ৩টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাইম ব্যাংক স্পন্সরে বাংলাদেশের ৫৮০টি স্কুল থেকে প্রথমে জেলাভিত্তিক, বিভাগীয় পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে ১৬ জন খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি একজন ব্যাটিং(আব্দুল করিম খান জুয়েল, হেড কোচ) ও ফিল্ডিং কোচ নিযুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডমীর কোচ আরাফাত রহমান ২০০৫ সাল টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডেমীর কোচ হিসেবে নিযুক্ত হয়। ২০১০ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক ক্রিকেট কোচ হিসেবে চাকুরী শুরু। বয়সভিত্তিক পর্যায়ে সর্বশেষ ১০ বছরে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ১৫৭টি খেলায় অংশগ্রহন করে ১৩৬টি ম্যাচে জয়লাভ করে অনুর্ধ্ব-১৮ পর্যায়ে ৫বার, অনুর্ধ্ব-১৬ পর্যায়ে ৪বার এবং অনুর্ধ্ব-১৪ পর্যায়ে ৭বার চ্যাম্পিয়ন হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে আরাফাত রহমানের সফলতায় গতবছরের সেরা কোচ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে অ্যাওয়ার্ড পেয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানে সঙ্গে সারা বাংলাদেশের স্কুল পর্যায়ে বাছাইয়ের পর টাঙ্গাইল দুইজন ক্রিকেট ভারতে যাচ্ছেন তারা হলো দেবাশীয় সরকার এবং রিফাত বেগ। দেবাশীষ সরকার উদ্বোধনী ব্যাটসম্যান এবং উইকেট কিপার এবং রিফাত বেগ অলরাউন্ডার। বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬)ক্রিকেট দলের প্রধান কোচ আব্দুল করিম খান জুয়েল, সহকারী কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের বড়ভাই কাজী এমদাদুল বাশার রিপন, ফিল্ডিং কোচ টাঙ্গাইলে গর্বিত সন্তান আরাফাত রহমান, ট্রেইনার আনোয়ার হোসেন মনির, ফিজিও খাইরুল বাসার, ম্যানেজার জাবেদ ইসলাম তাপস এবং অফিসিয়াল তানভীর আহমেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme