খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হাজ্বী সুপার মার্কেটের আওতাধীন প্রায় ১০ টি দোকানের বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে গেছে । ভূঞাপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার যমুনা সেতু (পাথাইল কান্দী) বাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ওই বাজারের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবে ক্ষতিগ্রস্থরা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।
এ আগুন লাগার পরপরই বাজারের নাইট গার্ড স্থানীয় মসজিদে মাইকিং করলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। এ ঘটনার খবর পেয়ে ভোর ৫ টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মুহিদুর রহমান এ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।