সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ভূঞাপুরে দলীয় মনোনয়ন পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলার প্রধান আসামী মো. দুলাল হোসেন চকদারকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, নাজমুল হোসেন তারা, জয়নাল আবেদীন, মো. আমিন মন্ডল, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বেলায়েত হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সভাপতিদের কাউকে দলীয় মনোনয়ন না দিয়ে ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলার প্রধান অভিযুক্ত মো. দুলাল হোসেন চকদারকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামীলীগ টাকার বিনিময়ে ইউপি সদস্য প্রার্থী দুই ব্যক্তি ও মো. দুলাল হোসেন চকদারের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। বক্তারা চতুর্থ ধাপে অনুষ্ঠেয় গোবিন্দাসী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পুন:বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. দুলাল হোসেন চকদারের মনোনয়নকে প্রত্যাখান ও প্রতিহত করার ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme