সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

ভূঞাপুরে ভাসমান নৌকায় চলছে জুয়া

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা নদীতে ভাসমান নৌকায় চলছে জুয়ার আসর।শুধু জুয়াই নয়, সেখানে অবাধে চলছে মাদক বিক্রি ও সেবন। প্রায় সহ্রাধিক জুয়ারুদের সমাগমে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা চললেও পুলিশের কাছে এ বিষয়ে কোন তথ্যই নেই বলে জানিয়েছেন তারা।

অথচ অনেকটা জাঁকজমক ভাবেই দিনের পর দিন ভাসমান নৌকায় চালানো হচ্ছে এ অবৈধ কার্যক্রম।জুয়ার বোর্ড পরিচালনা করছে কুখ্যাত জুয়ারু ফজল মন্ডল।তিনি জুয়াখেলাজনিত মারামারির মামলার প্রধান আসামি ছিলেন।

সরেজমিনে জানা যায়, সারাদেশেই জুয়া ক্যাসিনো বন্ধে যেখানে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে অনেকটা জাঁকজমক ভাবেই দিনের পর দিন ভাসমান নৌকায় চালানো হচ্ছে এ অবৈধ কার্যক্রম।

ঢাকাসহ সারাদেশের জুয়াড়িরা নিরাপদ আস্তানা ভেবে এই যমুনা নদীতে ভাসমান জুয়ার আসরে বসিয়েছে তারা। শুধু জুয়াই নয়, সেখানে অবাধে চলছে মাদক বিক্রি ও সেবন। চরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে ভাসমান জুয়া খেলা চলছে। ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকাযোগে জুয়াড়িরা মধ্য নদীতে অবস্থান করা জুয়ার নৌকায় যায়।

জুয়ার ম্যানেজারের হাতে এক হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে উঠতে হয় এ নৌকায়। পরে নিরাপদ তীরে নৌকা ভিড়িয়ে চলে জুয়ার আসর। এই খেলা নজরদারী করতে জুয়ার বোর্ড পরিচালনাকারীরা তাদের নিজস্ব লোকবল গোবিন্দাসী ঘাট থেকে গোপালপুর উপজেলার নলীন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জুয়ারুরা জানান, আয়োজকরা প্রভাবশালী। সেইসাথে প্রশাসন ও ক্ষমতাবানদের সাথে তাদের যোগসাজশ থাকায় তাদের ভয়ে মুখ খুলতে সাহস পান না কেউ। প্রতিনিয়তই দিনে দুপুরে যমুনা নদীতে ভাসমান ওই নৌকায় চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা আর মাদক সেবন।

গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান জানান, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে গোপালপুরের নলীন পর্যন্ত নৌ পুলিশ তাদের দায়িত্ব পালন করে। এরমধ্যে কোথাও নদীতে ভাসমান নৌকায় জুয়া খেলার কোন খবর নেই। তবে থানার অধীন বিভিন্ন নদীর শাখা-প্রশাখা বা খালগুলোতে হয়তোবা জুয়া খেলা চলতে পারে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, যমুনা নদীতে ভাসমান নৌকায় জুয়া খেলার কোন তথ্য নেই। তবে সিরাজগঞ্জের সীমানায় জুয়া খেলার খবর পাওয়ার পর সেখানকার থানা পুলিশের মাধ্যমে সেটার ব্যবস্থা নেয়া হয়েছিল।

চলতি বছরের ২ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী যমুনা ঘাট সংলগ্ন কাশবনে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। এতে চার সাংবাদিকসহ ৬ জন আহত হয়। ওই রাতেই সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ি ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ আন্দোলন ও ঘটনাটি আলোচিত হলে মূল হোতা ফজলু মন্ডলসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ফজলু জামিনে বেরিয়ে এসেই শুরু করে জুয়ার আসর। সম্প্রতি ভূঞাপুর থানা পুলিশ ফজল মণ্ডলকে প্রধান আসামি করে ১৮ জনের নামসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme