সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৯৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: ভূঞাপুরে গোবিন্দাসী টি মোড়ে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির দায়ে এক কসাইকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন।

মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদে এ অভিযান চালানো হয় কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যে গরুটি মৃত ছিল না। অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রি করার অপরাধে বামনহাটা গ্রামের মোঃ জুলহাসের ছেলে মোঃ মনির হোসেনকে (৪৭) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন জানান, পরিস্থিতি ও স্বীকারোক্তি বিবেচনায় কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। প্রথমবার তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি এমন কাজ করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme