সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯২৯ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূঞাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র মাসুদুল হক মাসুদের ছেলে সৌকত হকের সৌজন্য  মুক্তিযুদ্ধে রণাঙ্গনের পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শামসুল হক তালুকদার ছানু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়া,

সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম নান্নু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক প্রমুখ। এ সময় ভূঞাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ ও  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme