সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে ১০৫ বছর পর বিদ্যালয়ে তোরণ নির্মাণ, বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ভূঞাপুরে ১০৫ বছর পর বিদ্যালয়ে তোরণ নির্মাণ, বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ে ১০৫ বছর পর দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবকদের দীর্ঘদিনের দাবিতে বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি চাঁন মাহমুদ তালুকদার তোরণ নির্মাণ করার উদ্যোগ নেন। ১০ লাখ টাকা ব্যয়ে সভাপতির নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ কাজ শুরু করেন। এনিয়ে তোরণ বন্ধের অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা বলেন ‘আমাদের বিদ্যালয়টি অনেক পুরনো প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শত বছর হলেও কোনো তোরণ বা গেট নির্মাণ হয়নি। বর্তমান সভাপতি মহোদয়ের কাছে তোরণ নির্মাণের জন্য আবেদন করলে তিনি নিজ অর্থায়নে তোরণের কাজ শুরু করেন। দ্রুত সময়ে সভাপতির নামে তোরণ নির্মাণ কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান বলেন ‘আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে সভাপতিকে তোরণ নির্মাণের জন্য অনুরোধ করি। তিনি নিজ অর্থায়নে তোরণ নির্মাণের কাজ শুরু করেন। তোরণ নির্মাণের বিষয়টি সভাপতির অর্থায়নে রেজুলেশনের মাধ্যমে সভাপতির নামেই তোরণ নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। যারা বিদালয়ে সভাপতি হতে পারেনি তারাই নির্মাণ কাজ বন্ধের জন্য ষড়যন্ত্রে মেতেছে।’

সমাজ সেবক আলহাজ মো. আব্দুর রশীদ সরকার (তুলা মিয়া) বলেন‘এই বিদ্যাপিঠটিতে অনেক সভাপতি চলে গেছেন। কিন্তু কেউ তোরণ নির্মাণে উদ্যোগ নেয়নি। বর্তমান সভাপতি তার নিজ অর্থায়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অনুরোধে তোরণ নির্মাণের কাজে হাত দেন।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ মাসুদুল হক টুকু বলেন‘বর্তমান সভাপতি চাঁন মাহমুদ তালুকদার তার ব্যক্তিগত অর্থায়নে নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের একটি তোরণ নির্মাণ করে দিচ্ছেন। একটি মহল তোরণটি নির্মাণে ষড়যন্ত্র করছে, যা দুঃখজনক।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে বিদ্যালয়ের সভাপতি চাঁন মাহমুদ তালুকদারের নামে তোরণ নির্মাণ করা হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি চাঁন মাহমুদ তালুকদার বলেন ‘শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির অনুরোধে ১০ লাখ টাকা ব্যয়ে তোরণ নির্মাণের কাজ শুরু করি। একটি কুচক্রি মহল তোরণ নির্মাণে বিরোধীতা করে যাচ্ছে। যাতে করে আমরা কাজটা সমাপ্ত করতে না পারি।’

উল্লেখ্য, ১৯১৮ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল বাজারে স্বর্গীয় হেমেন্দ্র নাথ রায় চৌধুরী তার মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি জমিদার সন্তোষ ছয়আনী এস্টেট ছিলেন।

 

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840