সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
ভূঞাপুর প্রেসক্লাবের অভিষেক

ভূঞাপুর প্রেসক্লাবের অভিষেক

খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৯ মার্চ ) বিকাল ৩ ঘটিকায় ভূঞাপুর উপজেলা মুক্তমঞ্চে এ অভিষেক অনুষ্ঠান হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ ভোলা ,ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,

মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শাহ আলম প্রামাণিককে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুল আলীম ও সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন, অর্থসম্পদ কামাল হোসেন,

ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মামুন সরকার,কার্যকরী সদস্য আসাদুল ইসলাম বাবুল,মোঃ আতোয়ার রহমান তাং, অভিজিৎ ঘোষ ও জুলিয়া পারভেজ।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840