সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূমির ক্ষতিপূরণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের শ্যামশৈল মৌজার ১৬৮ নং দাগের অধিগ্রহণকৃত বাড়ি ও জামে মসজিদ চূরান্ত তালিকা থেকে বাদ পরায় ও ভূমির ক্ষতি পূরণের দাবিতে মানবন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ভূমির মালিক মো. শহিদুল ইসলাম, বরকত আলী, মো. ফজলুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ সালে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্দ্যোগে আমাদের বাড়ি ঘর, গাছ পালা ও অবকাঠামো তালিকাভুক্ত করে ৩ ও ৬ ধারায় নোটিশ প্রদান করা হয়। এরপর সিকুস্তি ঘোষণা করে ৬ ধারা হতে বঞ্চিত করা হয়। এরপর খরস্রোতা বংশাই নদীতে আমাদের বাড়িসহ এলাকার কয়েকটি বাড়ী ভেঙ্গে যায় ও আমরা প্রকল্প এলাকার মধ্যে বাড়িঘর দাড় করিয়ে বসবাস করতে থাকি।

উল্লেখ্য, নদীর উত্তর সীমান্তে ও অধিগ্রহণ সীমানার মধ্যে বাড়ি হওয়া সত্ত্বেও কতিপয় কুচক্রী মহলের প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ারগণ নদী সিকুস্তি হিসেবে চিহ্নিত করেন। এছাড়াও আমাদের বাড়ির সম্বলিত জমিটির পূর্ব ও দক্ষিণ উভয় পার্শেই সিকুস্তি মুক্ত রাখা হয়।

যাহা চরম অনিয়ম বলে আমরা মনে করছি। তাই তদন্ত সাপেক্ষে বাড়ি ও জামে মসজিদের ক্ষতিপূরণ করেন বক্তারা। এর পর জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। এসময় শতাধিক এলাকাবাসি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme