সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ভোগান্তির নাম ঘাটাইলের নয়াপাড়া নারাঙ্গাইল রাস্তা

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৯০৯ বার দেখা হয়েছে।

এম আই শিহাব ঘাটাইল: ভোগান্তির আরেক নাম ঘাটাইলের নয়াপাড়া নারাঙ্গাইল রাস্তা। উপজেলার দিঘর ইউনিয়নের নারাঙ্গাইল গ্রামে দুই সহস্রাধিক গ্রামবাসী তাদের চলাচল অনুপযোগী নয়াপাড়া নারাঙ্গাইল রাস্তাটি পাকা করণের জন্য সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে জোড় দাবী জানিয়েছে আসছেন।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা প্রতিদিন দুই কিলোমিটার পথ পায়ে হেটে নয়াপাড়া পৌছে হামিদবাজার এবং উপজেলার সদরে যাতায়াত করে । যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় মানুষ অসুস্থ্ হলে চিকিৎসা নিতে অসুবিধা হয় । গ্রামে কোন কমিউনিটি ক্লিনিক না থাকায় তারা স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত। একটু বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হয়ে যায় কোন রিক্সা ভ্যান চলাচল করতে পারে না ।এমনকি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা তাদের পড়া শোনার জন্য এক মাত্র স্কুলটি যাতায়াতের জন্য অসুবিধা হয় ।

নারাঙ্গাইল গ্রামে গিয়ে দেখা যায় এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি মসজিদ রয়েছে ।সম্প্রতি নয়াপাড়া –নারাঙ্গাইল রাস্তার ধারে একটি ছোট বাজার বসিয়েছে গ্রামবাসী ।প্রতিদিন দুই কিলোমিটার পথ পায়ে হেটে শিক্ষক শিক্ষার্থী নারাঙ্গাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছায় ।

বিদ্যালয়ে তাদের স্থানীয় ও জাতীয় সরকার গঠনের ভোট কেন্দ্র । ভোট কেন্দ্রে মালামাল আনা নেওয়া সহ নানা রকম কাজ করতে নানা রকম ভোগান্তির মধ্যে পড়তে হয় ।ঐ এলাকার গ্রামবাসী নয়াপাড়া থেকে ইদ্রিসের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ দ্রুত সময়ের মধ্যে পাকাকরণ করে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার জন্য সরকারে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোড় দাবী জানিয়েছে।

গ্রামের মাতাব্বর আবুল কাশেম বলেন, আমরা সত্যি খুব অবহেলিত। যুগের পর যুগ ধরে আমাদের যোগাযোগ ব্যবস্থা করুন । কেউ দেখার নেই। রাস্তার এ করুন অবস্থার কারণে গ্রামের জনগণের জন দুর্ভোগ চরম পর্যায় এসে দাড়িয়েছে।

সমাজ সেবক আবুল হোসেন জানান, গ্রামের অসুস্থ রোগীরা তিন কিলোমিটার পথ পায়ে হেটে নয়াপাড়া গিয়ে অটো-ভ্যান দিয়ে উপজেলা সদর কিংবা পার্শ্ববর্তী কালিহাতী সদরে চিকিৎসা সেবা নিতে যেতে হয়। জনগণ এ কষ্টকর অবস্থা থেকে মুক্তি চায়।

শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক বলেন, নয়াপাড়া নারাংগাইল কাচা সড়কটি পাকাকরণ খুবই জরুরী এখানে নারাংগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের দুটি মসজিদ অবস্থিত। গ্রামবাসী রাস্তাটির পাশে একটি নতুন বাজার বসিয়েছে। নানাবিধ কারণ সরকার আমাদের দিকে নজর দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, রাস্তার বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছি তিনি দ্রত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme