সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
মির্জাপুরে দিনভর হয়ে গেল কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা

মির্জাপুরে দিনভর হয়ে গেল কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে দিনভর হয়ে গেল কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা। শতাধিক কবি, কিক্ষক ও সাংবাদিক আড্ডা দিতে বসে শরৎ ঋতুকে নানা ভাবে আলোচনা করলেন। তাদের আলোচনায় যেন মন ছুঁয়ে যায়। শরতের বর্ণনা করতে গিয়ে কেউ একজন গেয়ে উঠেন ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।’ শরতের রূপটাই এমন, যে রূপে সাধারণের মনটাও ভাবাবেগে আপ্লুত হয়ে ওঠে। অবসাদগ্রস্ত মনটাতেও নতুন প্রাণের সঞ্চার করে।

আবার কেউ একজন শরৎ কে বর্ণনা করে বলেন, শরৎ হলো ফসল সম্ভাবনার। কৃষিনির্ভর বাংলার বুকে প্রাপ্তির আশা জাগিয়ে তোলে শরৎ। কৃষকেরা নবান্নের আশায় দিন গোনেন। আবেগের সুরে অনেক বলেন, শরৎ যেন দিন দিন হয়ে উঠছে বইয়ের পাতার বাসিন্দা। এই ইট পাথরের শহরে নাগরিক জীবন এক অনিশ্চয়তার মধ্যে ছুটছে, যখন রুটিরুজির সন্ধানে ব্যতিব্যস্ত অনেকেই, তখন শরতের অপরূপ বিভা দেখার ফুরসত কোথায়? তা ছাড়া যে কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে আসে, দিন দিন হারিয়ে যাচ্ছে সেই বনতল। উঠছে গগনচুম্বী ইমারত। এরমধ্যে আশার কথাও শুনিয়েছেন কেউ কেউ। তারা বলেছেন, প্রকৃতির সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যতই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রোবটিক করে তুলি না কেন, শরৎ আমাদের ডাক দিয়ে যাবেই। অন্তরের মৃদঙ্গে ঘা দেবেই। শনিবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আড্ডার আয়োজন করা হয়। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজন মির্জাপুর’ এই শরৎ আড্ডার আয়োজন করে।

সৃজন মির্জাপুর এর সভাপতি শহিনুর রহমান খানের সভাপতিত্বে আড্ডায় আলোচনা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পশ্চিম বাংলা থেকে আগত প্রকৃতিপ্রেমী কবি দীণেশ চন্দ্র সরকার, মির্জাপুরের কবি গোপাল কর্মকার, কবি নজরুল ইসলাম, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম,

প্রেসক্লাব মির্জাপুর এর সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সৃজন মির্জাপুর এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলি প্রমুখ। দিনভর এই আয়োজিত এই আড্ডায় উপজেলার শতাধিক কবি, শিক্ষক ও সাংবাদিক ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840