প্রতিদিন প্রতিবেদক : প্রভাবশালী পরিবারের হাত থেকে ভিটেমাটি রক্ষা, পুলিশী হয়রানী বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে এক অসহায় ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলন করেছেন।
আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ইউনিয়ন আওযামী লীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার এবং ভুক্তভোগি পরিবারের সদস্যদের মধ্যে আদর আলী ও কদভানু বেগম।
অসহায় পরিবারের সদস্যগন সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন ও তার পুত্র সাউথ আফিকা প্রবাসী আদম ব্যবসায়ী শাহআলম সিকদার গংরা দীর্ঘ দিন ধরে এলাকার নিরীহ লোকজনের জমি জবর দখল করে আসছে। প্রতিবাদ করতে গেলেই এই চক্রটি মিথ্যা ডাকাতি মামলা দিয়ে নানা ভাবে হয়রানী করে আসছেন। এছাড়া গত কোরবানী ঈদের সময় গরু কোরবানীর ঘটনাকে কেন্দ্র করে প্রবাসে থেকে ব্যবসায়ী শাহআলম বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে সোসাল মিডিয়ায় নানা অপপ্রচার করায় সমাজ বিভক্ত হয়ে পরে। এই ঘটনায় সমাজের নিরীহ ১৪ জনকে আসামী করে গত ২ আগস্ট মির্জাপুর থানায় সাধারন ডায়রী করেন নাজিম উদ্দিন। এই সাধারন ডায়রীতে হত্যা ও প্রাণ নাশের হুমকির কথা উল্লেখ করে উপজেলা আওযামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুর কাদের বাবুল, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান কলিনসহ নয়াপাড়া গ্রামের ১৪ জনকে আসামী করা হয়। এর আগেও শতাধিক নারী পুরুষের নামে ডাকাতি মামলা দেওয়া হয় বলে উল্লেখ করা হয়। থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার পর তাদরে নামে মিথ্যা ও সাজানো সংবাদও পরিবেশন করা হয়।
এদিকে ঘটনার প্রতিবাদ, মিথ্যা ও সাজানো অভিযোগ থেকে রক্ষা ও পুলিশের হয়রানী থেকে বাঁচার জন্য আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োাজন করে ভুক্তভোগি অসহায় পরিবার। সংবাদ সম্মেলনেইউনিয়ন আওযয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মোকলেছুর রহমান, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন, বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান কলিন, সাধারন সম্পাদক সাগর আহমেদ লাবলু, বাঁশতৈল মো. মনশুর আরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও গায়রা বেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন ও ভুক্তভোগি পরিবারের মধ্যে মজিবর রহমান, আদর আলী, কদভানুসহ কয়েক শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত নাজিম উদ্দিন সিকাদেরর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন এগুলোর কোন ভিত্তি নেই। তারাও আমাদের নামে বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে ২-৩ টি অভিযোগ দিয়েছেন। আমরা কারও জমি দখল করেনি এবং কাউকে হয়রানী করেনি বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন নিরীহ পরিবার যাতে হয়রানীর শিকার না হয় এলাকায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।