সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

মির্জাপুরে মাস্ক বিতরণ করছেন সাংবাদিক কিসমত খোন্দকার

  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করতে ঢাকা থেকে নিজ এলাকায় ছুটে এসেছেন সাংবাদিক কিসমত খোন্দকার। রাস্তায় ঘুরে ঘুরে তিনি মাস্ক বিতরণ করছেন এবং করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন।

কিসমত খোন্দকার দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি’র স্টাফ রিপোটার এবং ঢাকা ইকোনোমিকস্ রিপোটার্স ফোরামের অর্থ সম্পাদক।

শুক্র ও শনিবার দুই দিনের ছুটিতে তিনি নিজ শহর মির্জাপুরে এসে এই মাস্ক বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, এশিয়া টিভির মির্জাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

এদিকে মহামারি করোনা থেকে নিজ এলাকার মানুষকে সচেতন করতে সাংবাদিক কিসমত খোন্দকার পথে পথে ঘুরে মাস্ক বিতরণ করায় তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মির্জাপুরের প্রশাসন ও সচেতন মহল।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সাংবাদিক কিসমত খোন্দকার একজন সচেতন মানুষ হিসেবে যে দায়িত্ব পালন করছেন দেশের প্রতিটি নাগরিক যদি নিজ অবস্থান থেকে সচেতন হয় এবং দায়িত্ব পালন করে তবে কোন করোনা কেন কোন সমস্যায় আমাদের ধমাতে পারবে না।

মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন বলেন, দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেই কেবল দেশ ও জাতি উন্নত হবে। সাংবাদিক কিসমত খোন্দকার সেই দায়িত্বই পালন করছেন।

এ ব্যাপারে সাংবাদিক কিসমত খোন্দকার বলেন, গত দুই দিনে মির্জাপুর পৌর এলাকার ব্যস্ততম রাস্তায় চলাচলকারী মানুষের মধ্যে ৮শ মাস্ক বিতরণ করা হয়েছে। মহামারি করোনা থেকে দেশকে রক্ষা করতে তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme