সংবাদ শিরোনাম:
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে মাভাবিপ্রবি বাস সার্ভিস মির্জাপুরে ৪৭ জন অসুস্থদের মধ্যে চেক বিতরণ ভূঞাপুরে ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত টাঙ্গাইল সদরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
মির্জাপুরে হানাদার মুক্ত দিবস পালিত

মির্জাপুরে হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক দুই কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, মুক্তিযেদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে সন্ধ্য়ায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840