প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে হেরোইনসহ আয়নাল হক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আয়নাল হক কদিম দেওহাটা গ্রামের মৃত ময়ছের আলীর ছেলে।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, আয়নাল হক দীর্ঘ দিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে বিচারের নিমিত্তে আদালতে পাঠানো হয়েছে।