সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মির্জাপুরে ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল সার ও বীজ

  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে চলতি রবি মৌসুমে প্রায় ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সব ধরনের জমি চাষাবাদে নিয়ে আসতে প্রণোদনা কর্মসূচীর আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা কৃষি বিভাগ সূত্র জানান, ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে মাসকালাই বীজ ও সার দেয়া হয়েছে। ১ বিঘা জমির জন্য প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়া ২ হাজার ৬শ কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৮শ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৫শ জন কৃষককে ভূট্টা চাষের জন্য ২ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ৫শ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার দেয়া হয়েছে। এদের প্রতি জনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ১শ জন কৃষককে মসুরের বীজ ও সার দেয়া হয়েছে। তাদের প্রতিজন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। ১৫০ জন কৃষককে খেসারীর বীজ দেয়া হয়েছে। প্রতিজনকে ৮ কেজি বীজ, ১০ ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। ৭শ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেয়া হয়েছে। তাছাড়া ৩ হাজার ৩শ কৃষককে উফশী জাতের ধানের বীজ ও সার দেয়া হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এছাড়াও ১৩শ ২০ জন কৃষককে সবজী বীজ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার জমি চাষাবাদে আনার লক্ষে যে নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ পূরণে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের এই বীজ ও সার দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme