সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

মির্জাপুর থানায় নতুন ওসির যোগদান

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম।

রবিবার ৮ মে বিকেলে থানা হলরুমে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। বিদায়ী অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মুসা, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. গোলাম মোস্তফা, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সফেক্টর মো. সাকাওয়াত হোসেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খানসহ মির্জাপুর থানার অনান্যরা উপস্থিত ছিলেন।

থানা সুত্রে জানা যায়, শেখ আবু সালেহ মাসুদ করিমের পিতার নাম শেখ মোতালেব আহমেদ এবং মাতার নাম জায়েদা বেগম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি তিন কন্যা সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দেশ সেবার ব্রত নিয়ে সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতায় পদন্মতি পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যশোহর জেলার বেনাপোল পোর্ট বন্দর থানা ও ঝিকরগাছা থানা, সাতক্ষিরা জেলার কলারোয়া, রাজধানী ঢাকার ধানমন্ডী, মুগদা, গুলশান থানা এবং উত্তরার এপিবিএনে সুনামের সঙ্গে ওসির দায়িত্ব পালন করেছেন।
মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সেবাই পুলিশের ধর্ম এবং পুলিশই জনতা, জনতাই পুলিশ এটাকে আমি বাস্তবে রুপান্তর করতে চাই। পুলিশের সেবাকে জনগনের দৌরগোড়ায় পৌছিয়ে দেওয়াই হচ্ছে আমার মুল লক্ষ ও উদ্যেশ্য। আমি মির্জাপুর থানায় নতুন হিসেবে যোগদান করেছি। সকলের সার্বিক সহযোগিতায় মির্জাপুরকে মাদক মুক্ত, বাল্য বিবাহ প্রতিরোধসহ মডেল হিসেবে উপহার দিতে চাই। স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সকল রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, সুশিল সমাজ, শিক্ষক, ঈমাম, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সকলের সহযোগিতা কামনা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme