সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

মুজিববর্ষ আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল ফাইনালে

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ১০৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মুজিববর্ষ আন্তঃ উপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল দল ফাইনালে উঠেছে। গ্রুপ টুর্ণামেন্টের সবক’টি খেলায় জয়লাভ করেছে টাঙ্গাইল প্রেসক্লাব।

রোববার ( ১৫ মার্চ) দ্বিতীয় বারের মতো ফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব। খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখিপুর-বাসাইল উপজেলার সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালপুর-ভুঞাপুর উপজেলার সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। গত ৪ মার্চ বুধবার টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রেসক্লাব নিয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিলো।

গ্রুপ পর্বে ১৩টি ম্যাচ খেলার পর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল একটি। সেখানে যৌথ দল মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে হারিয়ে ঘাটাইল প্রেসক্লাব সেমিফাইনালে উঠে। ১৩ মার্চ ১ম সেমিফাইনালে কালিহাতী প্রেসক্লাব ৬ উইকেটে দেলদুয়ার প্রেসক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে।

দ্বিতীয় সেমিফাইনালে টাঙ্গাইল প্রেসক্লাব ২৫ রানে ঘাটাইল প্রেসক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের জয়ী দলের সেরা খেলোয়াড় বৃন্দ হলো ১ম ম্যাচে কালিহাতী প্রেসক্লাবের সাইদুর রহমান সমীর, ২য় ম্যাচে ঘাটাইল প্রেসক্লাবের সাদ্দাম হোসেন, ৩য় ও ৪র্থ ম্যাচে মধুপুর ও ধনবাড়ী প্রেসক্লাবের রমজান আলী ও পারভেজ,

৫ম ম্যাচে ভুঞাপুর প্রেসক্লাবের আরিফুজ্জামান তপু, ৬ষ্ঠ ম্যাচে নাগরপুরের শোভন দাস, ৭ম ম্যাচে দেলদুয়ার প্রেসক্লাবের নুরুল ইসলাম, ৮মও ৯ম ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাবের ইফতেখারুল অনুপম ও রাশেদ খান,

১০ম ও ১১তম ম্যাচে দেলদুয়ার প্রেসক্লাবের আরিফুল ইসলাম ও সামী মোহাম্মদ, ১২তম ম্যাচে ঘাটাইল প্রেসক্লাবের সাদ্দাম হোসেন, ১৩তম ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাবের নাছির উদ্দিন।

কোয়াটার ফাইনালে ঘাটাইল প্রেসক্লাবের মনিরুজ্জামান মনি। ১ম সেমিফাইনালে কালিহাতী প্রেসক্লাবের জিয়ন ও ২য় সেমিফাইনালে টাঙ্গাইল প্রেসক্লাবের রাশেদ খান। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট দখলে এগিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের অধিনায়ক লেগস্পিনার ইফতেখারুল অনুপম।

যিনি গ্রুপ পর্বে ঘাটাইল প্রেসক্লাবের বিরুদ্ধে ৫টি উইকেট দখল করে। তিন ম্যাচে ৯টি উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থান কালিহাতী প্রেসক্লাবের হুমাযুনের। তিনি ৬টি উইকেট দখলে আছেন।

সর্বোচ্চ রানে এগিয়ে দেলদুয়ার প্রেসক্লাবের উদ্বোধনী সেঞ্চুরীয়ান ব্যাটসম্যান সামী মোহাম্মদ। ১টি সেঞ্চুরী সহ ৪ ম্যাচে(৯,৩৯,১০৭,৬০) ২১৫ রান । দ্বিতীয় অবস্থানে আছেন টাঙ্গাইল প্রেসক্লাবের রাশেদ খান ৪ ম্যাচে (অপরাজিত তিন ম্যাচে ৭, ৩৯, ৫৩ এবং ৩৭ রান) ১৩৬ রান।

ফাইনালে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে খেলবে, ইফতেখারুল অনুপম (অধিনায়ক), নাছির উদ্দিন, গোলাম কিবরিয়া বড়মনি, মালেক আদনান, আরিফুর রহমান টগর, সুমন কুমার রায়, শামীম আল মামুন, আবু সাঈদ, এম কবির, রাশেদ খান, মাসুদ রানা, মোজাম্মেল হক, মোস্তাক হোসেন ও মাসুদুল আলম।

কালিহাতী প্রেসক্লাবের পক্ষে খেলবে, সুমন ঘোষ (অধিনায়ক), দাস পবিত্র, কাজল আর্য, মেহেদী হাসান, জিয়ন, হুমায়ুন, সাইদুর রহমান সমীর, আনিসুর রহমান শেলি, জাহাঙ্গীর আলম, লতিফ, শুভ, রবিন, আবু সাঈদ ও সোহেল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme