সংবাদ শিরোনাম:

মোবাইল কোর্টের মাধ্যমে তোরাপগঞ্জ হাটের ইজারাদার সম্পদকে জরিমানা

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২০২৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশ ভঙ্গ করে হাট বসানোর অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ হাটের ইজারাদার সম্পদ (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।

এরপর সেনাবাহিনীর সহযোগিতায় হাট বন্ধ করে দেওয়া হয়। এসময় তোরাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরপূর্বে সরকারি নির্দেশ ভঙ্গ করে হাট বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা মোবাইল কোর্ট পরিচালনা করে বৃহস্পতিবার (০২ এপ্রিল) গালা হাটের ইজারাদার মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) কে বিশ (২০) হাজার টাকা জরিমানা করা হয়। ও শুক্রবার (০৩ এপ্রিল) কাকুয়া হাটের ইজারাদার মোঃ মিন্টু মোল্লা (৫০) কে বিশ (২০) হাজার টাকা জরিমানা করা হয়। পরে উভয় স্থানে হাট বন্ধ করে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme