সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

রাস্তায় বাঁশের বেড়া, পরিবার অবরুদ্ধ

  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে যাওয়ার রাস্তা কেটে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার ১৪ অক্টোবর উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ভুক্তভোগীর পরিবার প্রতিকার চেয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের বাসিন্দা স্কুলের শিক্ষিকা মোর্শেদাসহ তার পরিবারটি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। একই এলাকার প্রতিবেশী আজহার মিয়া ও মিন্টু মিয়ার স্ত্রী এবং তার সন্তানরা প্রভাব খাটিয়ে বাড়ি যাওয়ার রাস্তায় বাঁশের বেড়া দেয়। এতে তাদের পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি ছেলেমেয়েরা বিদ্যালয়েও যেতে পারছে না।

শিক্ষিকা মোর্শেদা আক্তার জানান, আমার বাড়ি বা আশপাশের যে জায়গা তা আমার পৈতৃকভূমি। পরে রাস্তার জন্য দুই শতাংশ জমি ক্রয় করি একই গ্রামের ফকিরবাড়ির মিন্টু মিয়ার কাছ থেকে৷ ব্যক্তিগত রেষারেষির কারণে মিন্টু মিয়ার ভাই আজাহার আমার বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধের বিষয়ে আজাহার মিয়া বলেন, তারা আমাদের নানাভাবে অপমান অপদস্ত করে। তাই আমরা তাদের রাস্তা বন্ধ করে দিয়েছি। দুই শতাংশ জমি বিক্রি করছি ঠিক কিন্তু জমিটা আমরা অন্য পাশ থেকে দিবো।

সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আইনগত ব্যবস্থা নিবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme